সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক? - Relationship of sociology to other social sciences

সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক? - Relationship of sociology to other social sciences


<b>{tocify} $title={Table of Contents}</b>

সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক? 

ভূমিকা :

সমাজবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। মানুষের যাবতীয় পারস্পরিক সামাজিক সম্পর্কের যে জটিল জাল তাই হল সমাজ, আর এই সমাজকে সার্বিকভাবে বিশ্লেষণ করে সমাজবিজ্ঞান। তাই সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে সমাজবিজ্ঞান একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞান। সমাজবিজ্ঞান যেহেতু গোটা সমাজকে নিয়ে পরিপূর্ণভাবে আলোচনা করে সেহেতু অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলোকে যেমন নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস প্রভৃতি বিষয়গুলোকে - সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়। তবে আমাদের স্মরণ রাখা প্রয়োজন যে, প্রতিটি সামাজিক বিজ্ঞানই নিজস্ব দৃষ্টিভঙ্গির পার্থক্য ও পদ্ধতির বিভিন্নতার জন্য তাদের অনুশীলনের ক্ষেত্রকে আলাদা ভাবে চিহ্নিত করছে। তথাপি অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের যোগসূত্রতা এতই গভীর যে অনেক সময় এদের মধ্যে পার্থক্য নিরূপণ করাও কঠিন।


তবে সমাজবিজ্ঞানী অগাষ্ট কোঁৎ এসব সামাজিক বিজ্ঞানকে অপ্রয়োজনীয় বলে মনে করেন। সমাজবিজ্ঞানের জনক অগাষ্ট কোঁৎ জ্ঞান-বিজ্ঞানের অবস্থানগত যে ছক প্রণয়ন করেছেন তাতে তিনি সমাজবিজ্ঞানকে সকল বিজ্ঞানের যুবরাজ (Prince of all science) বলেছেন। তাঁর মতে সমাজ একটি সামগ্রিক সত্তা, তাকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকেই বিচার করতে হবে। বিচ্ছিন্নভাবে আলোচনা, গবেষণা, ও বিশ্লেষণ করা যায় না। তবে আধুনিক সমাজবিজ্ঞানীরা কোঁৎ এর সাথে ঐকমত্য পোষণ করেননি। কারণ বর্তমান সমাজের আয়তন এত বিশাল এবং জটিল যে তাকে সামগ্রিক ভাবে দেখার জন্য যেমন একটি সাধারণ সমাজবিদ্যার প্রয়োজন তেমনি সমাজের মানুষের কর্মের এক একটি দিককে পৃথক পৃথক ভাবে বিশ্লেষণ করে দেখারও দরকার আছে। প্রতিটি সামাজিক বিজ্ঞানই তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পদ্ধতি অনুসারে এবং তার বিষয়বস্তুকে আপন আঙ্গিকে সাজিয়ে অধ্যয়ন করে। এ জন্যই অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই পরিলক্ষিত হয়। অতএব অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক তুলনামূলকভাবে আলোচনা করলে সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে।

Post a Comment

Previous Post Next Post