Cumulative Record Card - এর বৈশিষ্ট্য ও বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা কর ।

Cumulative Record Card (CRC)- এর বৈশিষ্ট্য ও বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা কর । নির্দেশনা কর্মসূচীতে CRC -এর গুরুত্ব লেখ ।



{tocify} $title={Table of Contents}

ভূমিকা:

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের পরিমাপের উদ্দেশ্যে তাদের বিভিন্ন পারদর্শিতা পরিমাপক কৌশল ব্যবহার করা হয়। তার জন্য বিভিন্ন পরীক্ষা বা তথ্যের প্রয়োজন হয়। শিক্ষাগত মূল্যায়নের এ জাতীয় সুবিন্যস্ত তথ্য সংরক্ষণে সাহায্য করার জন্য শিক্ষাবিদ্-মনোবিদ্‌গণ বিভিন্ন ধরণের বৈজ্ঞানিক সংরক্ষণ প্রণালীর কথা বলেছেন— যেমন Cumulative Record Card.

কিউম্যুলেটিভ রেকর্ড কার্ড:

সাধারণত তথ্য সংরক্ষণের যে কৌশল শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয়, তাদের মধ্যে Cumulative Record Card বিশেষ উল্লেখযোগ্য।

ভারতীয় মাধ্যমিক শিক্ষা কমিশন Cumulative Record Card বলতে নিয়েছেন—Cumulative Record Card may be defined as a systematic body of information about individual's physic, mental, Social and emotional life contained in a schedule.

Cumulative Record Card - এর বৈশিষ্ট্: 

Cumulative Record card- এ শিক্ষার্থী সম্পর্কে সাধারণ তথ্য, বুদ্ধি, দৈহিক স্বাস্থ্য ও অন্যান্য ক্ষমতা সংক্রান্ত তথ্য, সহপাঠ্যক্রমিক কার্যবলী, শিক্ষার্থীর ব্যক্তিগত গুণাবলীর বিভিন্ন তথ্য লেখা থাকে।
বিদ্যালয়ে কোন বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থীর আচরণের একটি প্রকৃত কারণ ও তাৎপর্য নির্ণয়ের জন্য শিক্ষার্থীর অতীত আচরণ সম্পর্কে জানার প্রয়োজন হয়। এর বৈশিষ্ট্যগুলি হল—

(1). এই কার্ড থেকে যে কোন সময়ে বিশেষ শিক্ষার্থী সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়।

(2). এই কার্ড ব্যক্তি সম্পর্কিত মূল্যায়নকে অনেক বেশি সার্থক ও নির্ভরযোগ্য করে তোলে।

(3) যদি কোন বিশেষ কারণে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীর বিষয়ে আলোচনার প্রয়োজন হয়, তখন তার অংশটুকু দেখানো হয়। 

(4) এই কার্ডে শিক্ষার্থী সম্পর্কে প্রাপ্ত একই জাতীয় তথ্য একত্রে ধারাবাহিকভাবে সংরক্ষণ করা হয়।

Cumulative Record Card - এর উদ্দেশ্য :


(1) শিক্ষক, শিক্ষার্থী, প্রধান শিক্ষক ইত্যাদি সকল ব্যক্তি যারা শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের নিজ নিজ কাজে সহায়তা করা হল এই কার্ডটির উদ্দেশ্য।

(2) কিউমুলেটিভ রেকর্ড কার্ডের আরও একটি উদ্দেশ্য হল শিক্ষার্থীর ব্যক্তিসত্তার সমন্বয়ী প্রাথমিক রূপটি শিক্ষকের সামনে তুলে ধরা।

(3) শিক্ষককে আধুনিক বিজ্ঞানসম্মত পরিমাপ কৌশলগুলির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করাও এর একটি উদ্দেশ্য।

(4 )এই কার্ডটির আর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল শিক্ষককে শিক্ষাগত ও বৃত্তিগত নির্দেশনার কাজে সহায়তা করা।

(5) অনুরাগভিত্তিক বিদ্যালয় পরিচালন ব্যবস্থা রচনায় ও শিক্ষণ পদ্ধতি। রচনায় সহায়তা করা।

কিউম্যুলেটিভ রেকর্ড কার্ডের বিষয়বস্তু : 

কিউমুলেটিভ রেকর্ড কার্ড কি ধরণের বিষয়বস্তু বা তথ্য নির্বাচন করবে, তা তিনটি বিষয় দ্বারা নির্ধারিত হয়-  (১) শিক্ষার উদ্দেশ্য, (২) শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদা ও (৩) সামাজিক চাহিদা । 

মনোবিদগণ ও শিক্ষাবিদগণ এই আবশ্যিক বিষয়বস্তুগুলিকে আরও বিভিন্ন শ্রেণিতে ভাগ করেছেন। সেগুলি হল -

১. শিক্ষার্থী সম্পর্কে সাধারণ তথ্য:


এক্ষেত্রে শিক্ষার্থীর নাম, ঠিকানা, বয়স, জন্মতারিখ, পূর্বের বিদ্যালয়ের নাম ও ঠিকানা, বিদ্যালয় পরিবর্তনের কারণ প্রভৃতি থাকবে।

২. গৃহ পরিবেশ সংক্রান্ত তথ্য: 

এই তথ্যে শিক্ষার্থী সম্পর্কে তার বাবার নাম, মায়ের নাম, পরিবারের সদস্য সংখ্যা, বাসস্থানের ঠিকানা, পরিবারের সদস্য সংখ্যা, অর্থিক অবস্থা, শিক্ষিতের সংখ্যা ইত্যাদি সম্বন্ধীয় তথ্য অন্তর্ভুক্ত করা হবে।

৩. স্বাস্থ্য সংক্রান্ত তথ্য:

 শিক্ষার্থীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাবলি তার সম্পর্কিত অন্যান্য তথ্যাবলি বেশি অর্থপূর্ণ করে তোলার জন্য এই তথ্যে শ্রেণীতে শিক্ষার্থীর ওজন, উচ্চতা, শারীরিক অসুস্থতা, স্থায়ী দৈহিক বিকৃতি ইত্যাদিকে অন্তর্ভুক্ত করা হয়।

তাছাড়াও শিক্ষার্থীর মানসিক বিকাশ সংক্রান্ত তথ্য, ব্যক্তিসত্তা, আগ্রহ, সহপাঠ্যক্রমিক কাজ, পাঠ্যবিষয়ে পারদর্শিতা সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলি এই কার্ডের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করা হয়।

সাংগঠনিক কাঠামো:

কিউম্যুলেটিভ রেকর্ড কার্ডের সাংগঠনিক কাঠামো
কিরকম হবে তা নিয়ে শিক্ষাবিদগণের মধ্যে বিভিন্ন মতামত থাকলেও বর্তমানে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় বিবরণী পত্রের (School Record card ) বা প্রগতিপত্রের মাধ্যমেই সব দায়িত্ব পালন করে থাকেন। এই কাজের অন্তর্গত তথ্যের পরিমাপ ও কাজের সুবিধা গুলিকে সামনে রেখে শিক্ষাবিদগণ এই কার্ডের তিনটি আকুতির মধ্যে যে কোন একটি গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। যেমন-

(১) ভাঁজ করা কার্ডের আকৃতি- যেখানে একটি মোটা কাগজকে ৮-১৬ ভাঁজ পর্যন্ত করে প্রতিটি ভাঁজে প্রতিটি শ্রেণীর তথ্য সংরক্ষণ করা হয়।

(২) ফাইলাকৃতি কার্ডের আকৃতি-  যেখানে মোটা কাগজকে ফাইলের আকৃতি দিয়ে তাতে কয়েকটি পকেট করা হয় প্রতিটি তথ্য সংরক্ষণের জন্য।

(৪) খামের আকৃতি কার্ড- এতে মোটা কাগজের খাম তৈরী করে শিক্ষার্থী সম্বন্ধীয় বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হয়।

তবে এদের মধ্যে ভাঁজ কার্ডের ব্যবস্থাই সবচেয়ে সুবিধাজনক।



Post a Comment

Previous Post Next Post