পরামর্শদানের উদ্দেশ্য ও পরামর্শদান প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহের

পরামর্শদানের উদ্দেশ্য ও পরামর্শদান প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহের


<b>{tocify} $title={Table of Contents}</b>

পরামর্শদানের উদ্দেশ্য ও পরামর্শদান প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও।


উত্তর পরামর্শদানের উদ্দেশ্য :

Dunsmoor এবং Miller এর মতে পরামর্শদানের উদ্দেশ্যগুলি হলো-

1. ব্যক্তির সমস্যাসমাধানের জন্য প্রয়েজনীয় তথ্য সরবরাহ করা।

2. ব্যক্তির আগ্রহ, চাহিদা ও ক্ষমতাগুলি চিহ্নিত করা ও সেই অনুযায়ী তাদের বিভিন্ন পেশায় নিয়োজিত হতে সহায়তা করা। 

3. পরামর্শগ্রহীতার সথে সুসম্পর্ক স্থাপন করা।

4. পরামর্শগ্রহীতাকে তার নিজের সমস্যাসমাধানের জন্য পরিকল্পনা গ্রহণে ও রূপায়ণে সহায়তা করে।

5. ব্যক্তির মানসিক ক্ষমতাকে চাঙ্গা করে তোলা।

6. ব্যক্তিকে লক্ষ্যে পৌঁছোনোর জন্য উৎসাহ দেওয়া। 

7. ব্যক্তিকে আত্ম-সমীক্ষায় সহায়তা করা অর্থাৎ ব্যক্তির নিজের দোষ-ত্রুটি, ভালো-খারাপ গুণগুলিকে বুঝতে সহায়তা করা।

8. ব্যক্তির অন্তর্দৃষ্টি জাগরণে সহায়তা করা। 

9. শিক্ষার্থীদের অপসংগতিমূলক আচরণগুলি সংশোধনে সহায়তা করা।

পরামর্শদানের বৈশিষ্ট্য : 

পরামর্শদানের বিভিন্ন সংজ্ঞা বিশ্লেষণ করলে প্রক্রিয়াটির কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়-

ধারাবাহিকতা : 

পরামর্শদান একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর মাধ্যমে পরামর্শগ্রহীতার আচরণ সংশোধন করার চেষ্টা করা হয়। কোনো একটা ভুল আচরণ একবার সংশোধিত হয়ে গেলে ব্যক্তির আর পরামর্শদানের প্রয়োজন নেই একথা বললে ভুল হবে। মানুষ প্রতিনিয়ত কিছু না কিছু ভুল বা অনুপযোগী আচরণ সম্পাদন করছে। এগুলি সংশোধন করার জন্য পরামর্শদান প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে। সেইজন্য একে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে গণ্য করা হয়।


সুসম্পর্ক স্থাপন :

পরামর্শদান প্রক্রিয়ার আর একটি বৈশিষ্ট্য হলো পরামর্শদাতা ও পরামর্শগ্রহীতার আন্তরিক সম্পর্ক। তাদের পারস্পরিক সৌহার্দ্যমূলক সম্পর্কই হলো পরামর্শদানের মূল ভিত্তি।

প্রত্যক্ষ সংযোগ : 

প্রত্যক্ষ সংযোগ ছাড়া পরামর্শদান প্রক্রিয়া সাফল্য পেতে পারে না। ব্যক্তির সমস্যা কখনো কখনো তার শরীরী ভাষাতেও প্রকাশিত হয় যা পরামর্শদাতা পর্যবেক্ষণ করে থাকেন। সেইজন্য পত্রালাপ বা ফোনের মাধ্যমে পরামর্শদান প্রক্রিয়া সংঘটিত করা হয় না।


অভিজ্ঞ ব্যক্তির উপস্থিতি :

পরামর্শদান প্রক্রিয়ার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন হয় যার সান্নিধ্যে পরামর্শগ্রহীতা তার সমস্ত দুঃখ, কষ্ট যন্ত্রণার কথা প্রাণ খুলে বলতে পারে। অভিজ্ঞ ব্যক্তি বা পরামর্শদাতা প্রত্যক্ষ ব পরোক্ষ উপায়ে ব্যক্তির সমস্যাসমাধানে সহায়তা করে।

Post a Comment

Previous Post Next Post