সমাজতত্ত্ববিদ মারডক (Murdock):
তাঁর ‘Social structure' শীর্ষক গ্রন্থে এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তাঁর অভিমত অনুসারে সমাজতত্ত্বে আদিবাসী বলতে বোঝায় এক সামাজিক গোষ্ঠীকে। এই সামাজিক গোষ্ঠীর মধ্যে বিভিন্ন উপজাতি, যাযাবর দল বা নানা উপগোষ্ঠীর অস্তিত্ব বর্তমান থাকতে পারে। আদিবাসীরা সাধারণত নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করে। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি স্বতন্ত্র। এসব ছাড়াও বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর আলাদা এক দৃঢ় ঐক্য সংহতির অস্তিত্ব পরিলক্ষিত হয়।
আদিবাসী সমাজের বৈশিষ্ট্য :
আদিবাসীদের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলিকে উল্লেখ করা প্রয়োজন। এইগুলি নিম্নে আলোচনা করা হলো -
ক) অভিন্ন অঞ্চল : আদিবাসীরা সাধারণত একই অঞ্চলে বসবাস করে।
খ) অভিন্ন ভাষা : প্রতিটি আদিবাসী গোষ্ঠীর সদস্যরা একই ভাষায় কথা বলে।
গ) অন্তগোষ্ঠী বিবাহ : আদিবাসীদের মধ্যে বিবাহ থাকে।
ঘ) আত্মীয়তার বন্ধন : আদিবাসী গোষ্ঠীর সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বা আত্মীয়তার বন্ধন বর্তমান থাকে।
বর্তমান আধুনিক ভারতের সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি অধিকতর জটিল। একটি অবিমিশ্র আদর্শ আদিবাসী সমাজের অস্তিত্ব খুঁজে পাওয়া অসম্ভব। ভারতবর্ষের বৃহত্তম সমাজের সঙ্গে বিভিন্নভাবে এবং বিভিন্ন মাত্রায় আদিবাসী সমাজের অল্পবিস্তর সংমিশ্রণ ঘটেছে।
Tags:
Sociology