Cumulative Record Card - এর বৈশিষ্ট্ :
Cumulative Record card- এ শিক্ষার্থী সম্পর্কে সাধারণ তথ্য, বুদ্ধি, দৈহিক স্বাস্থ্য ও অন্যান্য ক্ষমতা সংক্রান্ত তথ্য, সহপাঠ্যক্রমিক কার্যবলী, শিক্ষার্থীর ব্যক্তিগত গুণাবলীর বিভিন্ন তথ্য লেখা থাকে।
বিদ্যালয়ে কোন বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থীর আচরণের একটি প্রকৃত কারণ ও তাৎপর্য নির্ণয়ের জন্য শিক্ষার্থীর অতীত আচরণ সম্পর্কে জানার প্রয়োজন হয়। এর বৈশিষ্ট্যগুলি হল -
(1). এই কার্ড থেকে যে কোন সময়ে বিশেষ শিক্ষার্থী সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়।
(2). এই কার্ড ব্যক্তি সম্পর্কিত মূল্যায়নকে অনেক বেশি সার্থক ও নির্ভরযোগ্য করে তোলে।
(3) যদি কোন বিশেষ কারণে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীর বিষয়ে আলোচনার প্রয়োজন হয়, তখন তার অংশটুকু দেখানো হয়।
(4) এই কার্ডে শিক্ষার্থী সম্পর্কে প্রাপ্ত একই জাতীয় তথ্য একত্রে ধারাবাহিকভাবে সংরক্ষণ করা হয়।
Cumulative Record Card - এর উদ্দেশ্য :
(1) শিক্ষক, শিক্ষার্থী, প্রধান শিক্ষক ইত্যাদি সকল ব্যক্তি যারা শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের নিজ নিজ কাজে সহায়তা করা হল এই কার্ডটির উদ্দেশ্য।
(2) কিউমুলেটিভ রেকর্ড কার্ডের আরও একটি উদ্দেশ্য হল শিক্ষার্থীর ব্যক্তিসত্তার সমন্বয়ী প্রাথমিক রূপটি শিক্ষকের সামনে তুলে ধরা।
(3) শিক্ষককে আধুনিক বিজ্ঞানসম্মত পরিমাপ কৌশলগুলির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করাও এর একটি উদ্দেশ্য।
(4 )এই কার্ডটির আর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল শিক্ষককে শিক্ষাগত ও বৃত্তিগত নির্দেশনার কাজে সহায়তা করা।
(5) অনুরাগভিত্তিক বিদ্যালয় পরিচালন ব্যবস্থা রচনায় ও শিক্ষণ পদ্ধতি। রচনায় সহায়তা করা।
Tags:
Sociology