শিল্প সমাজের বৈশিষ্ট্য - Characteristics of industrial society


শিল্প সমাজ ভূমিকা : 

মানব সমাজ ও শিল্প সমাজ সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হল শিল্প বিপ্লব। প্রকৃত প্রস্তাবে শিল্পবিচাৰ সমাজ ব্যবস্থার আকৃতি প্রকৃতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তনের সূত্রপাত করে। শিল্প বিপ্লবের মাধ্যমে সমাজ বিকাশের ইতিহাসে যে পরিবর্তনের সূচনা ঘটে তার ফলাফল সুদূরপ্রসারী। এ প্রসঙ্গে অধ্যাপক বিদ্যাভূষণ ও সহদেব মন্তব্য করেছেন – "A very important factor in the history society has been the industrial revalution which has brought about farreo ching consequenees in the structure at societies."

শিল্প সমাজের বৈশিষ্ট্য : 

মানব সভ্যতার ইতিহাসে শিল্প বিপ্লব হল একটি যুগান্তকারীঘটনা ।

  • 1. শিল্প সমাজে উৎপাদন ব্যবস্থা বৃহদায়তনে পরিচালিত হয়ে থাকে। এই ধরণের সমাজ ব্যবস্থায় বড় বড় কলকারখানা গড়ে তোলা হয়। শিল্প সমাজে নতুন নতুন অর্থনীতির প্রতিষ্ঠান গড়ে উঠে।
  • 2. শিল্প সমাজে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলিতে মালিকানা ও পরিচাল শিল্প সমাজে পুঁজিবাদী সমাজ সভ্যতার প্রচলন পরিলক্ষিত হয়।
  • 3. শিল্প সমাজের কলকারখানাগুলি বহদায়তন বিশিষ্ট হয়। নিম্ন কারখানা উৎপাদন ও পরিচালনা উভয়ের ক্ষেত্রেই সমগ্র কার্যকার অসংখ্য ক্ষুদ্র ভাগে বিভক্ত থাকে।
  • 4. পরিবার ব্যবহার পরিপ্রেক্ষিতেও শিল্প সমাজের বৈশিষ্ট। বিশেষভাবে উল্লেখযোগ্য।
  • 5. চূড়ান্ত ধরনের ব্যক্তিগত বিশেষায়নের কারণে নিম্ন সমাজ বিভিন্ন বৃত্তিগত উপ-সাংস্কৃতিতে বিভক্ত হয়ে পড়ে।
  • 6. শিল্প সমাজের অন্যতম উল্লেখযোগ্য অবদান হল নারীমুক্তি বা নারী স্বাধীনতা।
  • 7. শিল্প সমাজে মানব জীবনের গতি প্রকৃতি পরিবর্তিত হয়, এখানে জীবন অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন হয়।
  • 8. শিল্প সমাজের অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের আচার-আচরণের ধারা বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরণের হয়ে থাকে।
  • 9. শিল্প সমাজের সামাজিক স্তর বিন্যাসের কড়াকড়ি থাকে না। এখানে আরোপিত মর্যাদার পরিবর্তে অর্জিত মর্যাদাই অধিকতর গুরুত্বপূর্ণ প্রতিপন্ন হয়।
  • 10. শিল্প সমাজের ব্যক্তির স্থান চুক্তির ভিত্তিতে নির্ধারিত হয়।
  • 11. শিল্প সমাজের সমগ্র সমাজ ব্যবস্থার সঙ্গে ব্যক্তির বন্ধন শিথিল হয়ে পড়ে।
  • 12. প্রাক শিল্পযুগে অধিবাসীদের ভূমিকা যথেষ্ট ছিল। প্রকৃত প্রস্তাবে শিল্প সমাজ মানব সমাজের আকৃতি প্রকৃতি সংগঠনিক কাঠামো প্রতিষ্ঠানিক ব্যবস্থা ” দি ক্ষেত্রে মৌলিক পরিবর্তন হয়েছে।

Post a Comment

Previous Post Next Post