সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি আলোচনা কর।

সামাজিক পরিবর্তন বলতে কি বোঝ? সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা কর।

সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের কারণগুলি ব্যাখ্যা কর ।

সামাজিক পরিবর্তন বলতে কি বোঝ? সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি লেখ ।

সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি আলোচনা কর।


<b>{tocify} $title={Table of Contents}</b>

ভূমিকা : 

অধ্যাপক ম্যাকাইভার ও পেজ বলেছেন – সমাজ হল জীবনপ্রবাহের একটি কালক্রম। এই সমাজের ধারণা স্থিতিশীল নয়, গতিশীল, সমাজ হল একটি বিশেষ প্রক্রিয়া এ কোন ফলশ্রুতি নয়। একশ বা হাজার বছর আগে যে সমাজ ব্যবস্থা বর্তমান ছিল। তার পরিপ্রেক্ষিতে এখনকার সমাজব্যবস্থা অভিন্ন নয়, পরিবর্তিত প্রকৃতির, কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের বহিরঙ্গে তথা আভ্যন্তরীণ প্রকৃতিতে প্রভুত পরিবর্তন সাধিত হয় ও হয়েছে।


সামাজিক পরিবর্তন :

 সামাজিক পরিবর্তন কখনই কোন সমাজে স্থির ছিল না, বিভিন্ন সমাজে এর পরিবর্তনের গতি বিভিন্ন হয়। কোন সমাজ কখনও কোন ক্ষেত্রে উন্নতির পথে অগ্রসর হয়, সেই সমাজ আবার কখনও কোন ক্ষেত্রে অধোগামী হয় ৷ সমাজে কখনও নতুনের আবির্ভাব ঘটে। কখনও আবার পুরাতনের পুনরাবৃত্তি পরিলক্ষিত হয়। অধ্যাপক ডেভিসের অভিমতে – অধিকাংশ ক্ষেত্রেই সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফল হিসাবে সামাজিক পরিবর্তন পরিলক্ষিত হয় এবং এই সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হয় সামাজিক কাঠামোর অস্তিত্বের জন্যই।


সামাজিক পরিবর্তনের উপাদান বা কারণ : 

সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বস্তুগত উপাদান ও ভাবগত উপাদান এবং ব্যক্তির ভূমিকার গুরুত্ব ও তাৎপর্য প্রসঙ্গে সমাজ বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক ও মতামতের শেষ নেই। বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে সামাজিক পরিবর্তনের কারণগুলিকে কতকগুলি ভাগে ভাগ করা হল।

(ক) জৈব উপাদান, (খ) প্রযুক্তিগত উপাদান, (গ) সাংস্কৃতিক উপাদান, (ঘ) মনস্তাত্ত্বিক উপাদান, (ঙ) আর্থনীতিক উপাদান।


ক) জৈব উপাদান :

 সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে জৈব উপাদান বলতে বিশেষভাবে কতকগুলি বিষয়কে বোঝায়, সেগুলি হল : - জন্ম মৃত্যুর হারের হ্রাস-বৃদ্ধি ও তার সামাজিক ফলাফল, জন্ম-মৃত্যুর হারের হ্রাস-বৃদ্ধির সামাজিক ও জৈব কারণ সমূহের কার্য প্রক্রিয়া যৌন নির্বাচনের রীতিনীতি প্রভৃতি। সামাজিক পরিবর্তনের পেছনে বিভিন্ন কারণ বর্তমান, সবচেয়ে উল্লেখযোগ্য ও সক্রিয় উপাদান হল জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি, জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি সমাজজীবনের অর্থনৈতিক অবস্থা বিভিন্ন সামাজিক মূল্যবোধ, আচার আচরণ, প্রথা প্রকরণ প্রভৃতিকে প্রভাবিত করে।


খ) প্রযুক্তিবিদ্যা : 

আধুনিককালের সভ্য সমাজব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে যেমন আহার-বিহার, আমোদ-প্রমোদ, শিক্ষা, পোষাক প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তি বিদ্যার ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। প্রযুক্তিবিদ্যা কি ভাবে সামাজিক পরিবর্তন সাধিত করে সে সম্পর্কে আলোচনা করা হল। প্রযুক্তি বিদ্যার প্রয়োগের ফলে বিভিন্ন জিনিষের আবিষ্কার হয় তারই ফলশ্রুতি আমরা সমাজজীবনের উপর দেখতে পাই। যেমন বৈদ্যুতিক শক্তির ব্যবহার বর্তমানে শহর এবং গ্রামাঞ্চলেও নিত্য প্রয়োজনীয়। এর ফলে চাষবাসে উন্নত যন্ত্রপাতির প্রয়োগ সম্ভব হচ্ছে এবং গ্রামাঞ্চলের মানুষের পোশাক পরিচ্ছদেও আমূল পরিবর্তন পরিলক্ষিত হয়।


গ) সাংস্কৃতিক উপাদান : 

যে কোন দেশের মূল সামাজিক কাঠামোর সাংস্কৃতিক পরিবর্তন বৈপ্লবিক পরিবর্তন কায়েম করতে পারে। সামাজিক পরিবর্তন সংস্কৃতিমূলক পরিবর্তনের উপর বহুলাংশে নির্ভরশীল। মানুষের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, ন্যায়-নীতিবোধ, আদর্শ মূল্যবোধ প্রভৃতির পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। প্রসঙ্গত উল্লেখ করা আবশ্যক যে সংস্কৃতি একেবারে স্থিতিশীল নয়। পরিবর্তিত সমাজ ব্যবস্থার মধ্যে সংস্কৃতি বহুবিধ পরিবর্তন সাধন করে যেমন – প্রাচীন ভারতের সমাজ-সংস্কৃতি এবং আধুনিক ভারতের সমাজ-সংস্কৃতি অভিন্ন নয়, বহুলাংশে ভিন্ন।


ঘ) মনস্তাত্ত্বিক উপাদান :

সামাজিক প্রগতি এবং সমাজস্থ ব্যক্তিবর্গের সামগ্রিক কল্যাণকে সুনিশ্চিত করার জন্য ব্যক্তির বিচার-বুদ্ধি ও বিবেকবোধের দ্বারা তার আচার আচরণ নিয়ন্ত্রিত হওয়া আবশ্যক। অন্যথায় সামাজিক পরিবর্তন কখনও সামাজিক অবনতির সহায়ক, আবার কখনও সামাজিক প্রগতির পরিপোষক হিসাবে প্রতিপন্ন হয়। সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী ধারণা বা আত্মকেন্দ্রিক মনোভাব বর্তমান থাকে। তেমনি মানুষের মধ্যে রেষারেষি ও প্রতিদ্বন্দ্বিতার মানসিকতাও দেখা যায়। এই মনোভাব বা মানসিকতা সমাজ জীবনে পরিবর্তন সৃষ্টি করে। যেমন যৌথ পরিবার ব্যবস্থার পরিবর্তে স্বামী-স্ত্রীর একক পরিবার ব্যবস্থার আবির্ভাবের কথা উল্লেখ করা যায়।


(ঙ) আর্থনীতিক উপাদান : 

অর্থব্যবস্থা হল সমাজ ব্যবস্থার অন্যতম সংগঠন। এই কারণে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে আর্থনীতিক উপাদানের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখযোগ্য। উদাহরণ হিসাবে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কারমূলক পরিকল্পনা এবং তার বাস্তবায়ন, গ্রাম বাংলার কৃষিজীবীদের পারস্পরিক সম্পর্ক, মিথস্ক্রিয়া এবং ব্যক্তিবর্গের ব্যবহারিক জীবনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। উন্নয়নশীল অঞ্চলগুলিতে আর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন ধরণের সংস্কারমূলক কাজকর্মের ফলে মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি পায় সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে।


একাধিক কারণে বা বিভিন্ন উপাদানের প্রভাব প্রতিক্রিয়ার ফলে সামাজিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যায়। সুতরাং কোন একটি কারণকে সামাজিক পরিবর্তনের জন্য দায়ী করা যায় না।

VISIT- click here - click here

Post a Comment

Previous Post Next Post